
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে মোঃ আলী হাসান (৩৩), পিতা—আবদুল গনি, গ্রাম—শেমড়া’কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ক, খ ও গ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দণ্ডাদেশ প্রদান করেন। বুধন্তী ইউনিয়নের শেমড়া গ্রামে পরিচালিত এ অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ করা হয়। জব্দকৃত ভেকুগুলোর মালিক আনিছ মিয়া বলে জানা গেছে। একই সঙ্গে মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালককে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে বিভিন্ন রাস্তা ও ঘাটের ক্ষতি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষত হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।